ইতিমধ্যে জেনেছেন, অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট পুনঃমূল্যায়ণ আবেদন আগামী ২৬ নভেম্বর শুরু হবে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। সাবজেক্ট প্রতি ১২০০ ফি।
*যারা ফেইল কিংবা আশানুরূপ রেজাল্ট পাননি, তারা পুনঃমূল্যায়ণের জন্য আবেদন করতে পারেন। এ আবেদনে নতুন করে শিক্ষক দিয়ে খাতা দেখানো হবে।পূর্বের মূল্যায়নে কোন ভুল থাকলে তা বেরিয়ে আসবে। মার্ক বৃদ্ধি পেলে এড হবে। নয়তো আগের গ্রেড ঠিক থাকবে।
✔️আজ থেকে ৫-৬ মাস আগেও বলতাম রেজাল্ট পুনঃনিরীক্ষণের আবেদন চেয়ে ফরম পূরণ করে পরীক্ষা দেওয়া উত্তম। পুনঃনিরীক্ষণে শুধু মার্ক চেক করতো। কিন্তু এখন নতুন ভিসি আসার পর পুনঃমূল্যায়ণের সিস্টেম চালু করেছেন। এখন পুনঃনিরীক্ষণ বাদ দিয়ে পুনঃমূল্যায়ন হবে। পুনরায় খাতা দেখবে। ⓕJoy Sparrow

Post a Comment
0Comments