সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই, নারায়ণগঞ্জে গ্রেফতার ২

Admin
By -
0

 

সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই, নারায়ণগঞ্জে গ্রেফতার ২

সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই, নারায়ণগঞ্জে গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের মাইক্রোবাস আটকে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে আসামিরা অপরাধ শিকার করেনি বলে জানিয়েছে পুলিশ।


সোমবার (৯ ডিসেম্বর) রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।

গ্রেফতাররা হলেন- উপজেলার পিরোজপুর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন ও ঘটনাস্থলের পাশের গ্রামের মোবারক হোসেন।

ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, সমন্বয়কদের গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এরা চিহ্নিত ছিনতাইকারী। এদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে।


গ্রেফতাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তারা স্বীকার করেনি। আমরা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবো। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে সাংগঠনিক কাজে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া অংশে পৌঁছানোর পর একদল ছিনতাইকারী সমন্বয়কদের বাহনকারী মাইক্রোবাসটি আটকে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। সেসময় অপরাধীদের হামলায় কয়েকজন সমন্বয়ক আহত হন।

মো. আকাশ/এফএ/জেআইএম

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*