হাসনাত আব্দুল্লাহ হাসিনাকে যারা পালাতে সাহায্য করেছে, তাদের ছাড়া হবে না

Admin
By -
0

হাসনাত আব্দুল্লাহ

হাসিনাকে যারা পালাতে সাহায্য করেছে, তাদের ছাড়া হবে না

কালবেলা প্রতিবেদক প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ এএম|প্রিন্ট সংস্করণ
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button

দেশের প্রতিটি জায়গা থেকে ফেসিজমকে বিতাড়িত করতে হবে উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা একাত্তরকে পুঁজি করে একে আওয়ামী লীগকরণ করেছে, তাদের বিচার হতে হবে। আর যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, তাদের খুঁজে বের করতে হবে। তাদেরও ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মায়ের ডাক’ আয়োজিত গণজমায়েত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিভিন্ন সময় গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের পাশাপাশি বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।


হাসনাত আব্দুল্লাহ বলেন, শহীদের রক্ত শুকানোর আগে অনেক মুরুব্বি আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলছেন, নির্বাচনে আনার কথা বলছেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আগে তাদের পুনর্বাসনের চেষ্টা করলে সেটি শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

তিনি বলেন, ইতিহাসে কোনো দেশ নেই যেখানে রাজনীতিবিদ, সুশীল সমাজ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, পেশাজীবী, নায়ক ফ্যাসিস্টদের পক্ষে কথা বলে গেছেন। আমাদের খুঁজে বের করতে হবে কারা খুনিদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে। কারা পুলিশ ভাইদের, বিজিবিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে গুলির নির্দেশ দিয়েছে। সেই সাংবাদিকদের কলম ভেঙে দিতে হবে, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে লিখে গেছেন।

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*