বিষয়: প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রালপলসি) পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ (ত্রিশ) মিনিট সময় বরাদ্দ প্রসঙ্গে।
সূত্র: শিক্ষামন্ত্রণালয়ের পরিপত্র স্মারক নং ৩৭.০০,০০০০,০৭২,৪৩,০৩৬.১৪.৪৯৫ তারিখঃ ২৯/০৯/২০১৫
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আপনার কলেজ কেন্দ্রে ২০২৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রালণপসি) পরীক্ষার্থী থাকলে নিম্ন বর্ণিত শর্তে ৩০ (ত্রিশ) মিনিট অতিরিক্ত সময় প্রাপ্য হবে।
১। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে।
২। পরীক্ষা শুরুর কমপক্ষে ০২ (দুই) দিন আগে অধ্যক্ষ/ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের
কপি ও প্রতিবন্ধী সনদের কপি) পরীক্ষা নিয়ন্ত্রক/সংশ্লিষ্ট উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে প্রেরণ করবেন।
৩। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে গালা সীল করে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অনার্স ২য় বর্ষ শাখা, জাতীয়
বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ এ ঠিকানায় পাঠাতে হবে। প্যাকেটের উপরে প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র লাল ফার্সিতে লিখতে হবে।
Post a Comment
0Comments