জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরল পুরোনো সংকট, অনিশ্চিত জীবনে ৩ লাখেরও বেশি শিক্ষার্থী

Ashok Kumar
By -
0

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরল পুরোনো সংকট, অনিশ্চিত জীবনে ৩ লাখেরও বেশি শিক্ষার্থ

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © লোগো

জানা গেছে, অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে স্নাতক সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৪ সালের ডিসেম্বর শেষ হতে চললেও ২০১৯-২০ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের পরীক্ষার তারিখ এখন পর্যন্ত ঘোষণা হয়নি। শিক্ষার্থীদের ধারণা ২০২৫ সালের জুন মাস নাগাদ পরীক্ষা শুরু হতে পারে। এর ফলে ৪৭তম বিসিএসসহ চাকরির নানা পরীক্ষা থেকে বঞ্চিত হবেন তিন লাখের বেশি শিক্ষার্থী।

সরকারি আজিজুল হক কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক হাসান বলেন, ‘মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে সবারই চাওয়া থাকে দ্রুত পড়ালেখা শেষ করে পরিবারের হাল ধরা। আমরাও সেটাই চাই। আগামী বছর অসংখ্য চাকরির বিজ্ঞপ্তি আসবে। তবে আমাদের এখনো ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা হয়নি। ফলে আমরা কোনো চাকরির সার্কুলারই পাব না। অথচ ২০২৩ সালে আমাদের অনার্স শেষ হওয়ার কথা ছিল।’

একই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুর নবী জানান, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অপরাধ করেছি কিনা জানি না। আমাদের সহপাঠীরা অনার্স শেষ করে চাকরিতে প্রবেশ করেছে। অথচ আমাদের ফাইনাল পরীক্ষার রুটিনই প্রকাশিত হয়নি। এতে একদিকে যেমন হতাশা তৈরি হচ্ছে, অন্যদিকে ভালো ভালো চাকরির বিজ্ঞপ্তি পাওয়া থেকে বঞ্চিত হতে হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা চাই না শিক্ষার্থীরা চাকরির কোনো বিজ্ঞপ্তি মিস করুক। এজন্য দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বিজি প্রেসের মাধ্যমে আমাদের প্রশ্নপত্র ছাপাতে হয়। আমরা তাদের দ্রুত প্রশ্নপত্র ছাপানোর অনুরোধ করলেও তারা তাদের শিডিউল অনুযায়ী প্রশ্ন ছাপায়। নির্ধারিত সময়ে পরীক্ষা না হওয়ার এটিও অন্যতম কারণ। আমরা চেষ্টা করছি আগামী বছরের মার্চের শেষ দিকে অথবা এপ্রিলের শুরু স্নাতকের ফাইনাল পরীক্ষা আয়োজন করার।’

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*