সারজিস আলমের পক্ষ থেকে শীতবস্ত্র পেল ২ হাজার শীতার্ত

পঞ্চগড়ের সদর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সারজিস আলম এর পক্ষ থেকে ২ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদ এলাকায় ১ হাজার মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড় জেলা দায়রা ও জজ কোর্টের পিপি আদম সুফি, জিপি আব্দুল বারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি মোকাদ্দাসুর রহমান সান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অডিও কলের মাধ্যমে যুক্ত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সারজিস আলম।
এ সময় তিনি বলেন শীত এলেই পঞ্চগড়ের মানুষের কষ্ট দূর্ভোগ বেড়ে যায়। আগামী দিনে যেন পঞ্চগড়ের মানুষকে শীতের কষ্ট করতে না হয় এজন্য জেলার আর্থ ও সামাজিকভাবে উন্নয়ন করতে হবে।
পরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া দ্বারিকামারী উচ্চ বিদ্যালয় মাঠে আরো ১ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় সারজিস আলম সেখানে স্বশরীরে উপস্থিত থাকতে না পেরে ফোনে সকলের কাছে দুঃখ প্রকাশ করে। এবং তিনি সকলকে আশ্বস্ত করেন যে তিনি খুব দ্রুত পঞ্চগড়ে সকলের সাথে দেখা করতে যাবেন।
নুসরাত