জনগণ এখন রাতে স্বস্তিতে ঘুমাতে পারছেন: জামায়াত আমির

Ashok Kumar
By -
0

নগণ এখন রাতে স্বস্তিতে ঘুমাতে পারছেন: জামায়াত আমির

শফিকুর রহমান
শফিকুর রহমান  © সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ এখন স্বস্তিতে আছে। জনগণ এখন রাতে ঘুমাতে পারছেন। রাত জেগে আর পাহারা দিতে হচ্ছে না।শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আমরা এমন দেশ গড়তে চাই, যেখানে মসজিদ, মন্দির-গির্জা-প্যাগোডায় নিরাপত্তার জন্য পাহারা বসাতে হবে না। একজন নাগরিক তার ঘরে-বাইরে, কর্মস্থলে ও সমাজে সবখানে নিরাপত্তা এবং স্বাধীনতা ভোগ করবে। 

জামায়াতে ইসলামীর সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন, সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ খান, মৌলভীবাজার জেলা আমির শাহেদ আলী প্রমুখ।

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*