এক মন্ত্রণালয়েই ৬০ হাজার নিয়োগ, শিগগির আসছে বিজ্ঞপ্তি
- টিডিসি ডেস্ক
- আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ PM

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রায় ৬০ হাজার শূন্য পদ রয়েছে। শিগগির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে।
পিএসসি শুধু প্রথম শ্রেণি নন-ক্যাডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ করে থাকে। সরকার থেকে অনুমোদিত অন্যান্য পদগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, অধীনস্ত দপ্তর/সংস্থা/করপোরেশন/কোম্পানি থেকে পূরণ করা হয়ে থাকে।
চিঠিতে আরও বলা হয়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী-সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে বিপুলসংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণে কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। দ্রুত শূন্যপদ পূরণে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে।
Post a Comment
0Comments