২০২৫ সালের ক্যালেন্ডার ও সরকারি ছুটির তালিকা

Ashok Kumar
By -
0


Img

আরেকটি নতুন বছরের আগমন। নতুন বছর ২০২৫ -কে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ব। থার্টি ফার্স্ট নাইটে ঘড়িতে ঠিক ১২ টা ১ বাজতেই বদলে যাবে ক্যালেন্ডার। পুরনো বছরকে বিদায় জানিয়ে শুরু হবেন নতুন বছর ২০২৫ সালের ক্যালেন্ডারের দিন গণনা।

নতুন বছর মানেই আবার নতুন উদ্যমে শুরু করা। পুরোনদিনের গ্লানি মুছে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করে নতুন বছরকে নতুন করে সাজানো। পুরোনো দিনপঞ্জি ফেলে দিয়ে নতুন দিনপঞ্জি গণনা। সেই সাথে নতুন বছরকে নিয়ে শুরু হবে নতুন পরিকল্পনা, আর সেখানেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দু নতুন বছরের ছুটির দিনগুলো কবে কবে। প্রতিবছরের ন্যায় নতুন বছর ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। সে অনুসারে প্রবাসীর দিগন্তের পাঠকদের জন্য নতুন বছর ২০২৫ সালের ক্যালেন্ডার ( বর্ষপঞ্জিকা) ও ২০২৫ সালের ছুটির তালিকা জানিয়ে দেওয়া হল।

Overseas employment

২০২৫ সালে বাংলাদেশে ১২ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২৬ দিনের ছুটি থাকবে। গত ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছুটির তালিকা অনুমোদন করেছে। অনুমোদনের পর সব সরকারি ও আধা-সরকারি অফিস, সংবিধিবব্ধ, স্বায়ত্তশাসিত এবং আধা-সরকারি সংস্থার ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার।

২০২৫ সালের ১২ দিনের সাধারণ ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি শুক্র-শনিবার পড়ে ৫ দিন এবং নির্বাহী আদেশে ১৪ দিনের ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি পড়ে ৪ দিন। সে হিসেবে ২৬ দিনের ছুটির মধ্যে ৯ দিন পড়ে সাপ্তাহিক ছুটি (চাঁদ দেখার উপর নির্ভর করে)। এর মধ্যে উল্লেখযোগ্য ২৮ মার্চ জুমাতুল বিদা (সাধারণ ছুটি), ২৮ মার্চ শব-ই-ক্বদর (নির্বাহী আদেশে ছুটি), ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি।

তবে সরকারের ঘোষণা অনুযায়ী দেশের মানুষকে উৎসব উদযাপনের জন্য পর্যাপ্ত সময় দেওয়ার পাশাপাশি যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে ২০২৫ সাল থেকে ঈদের ছুটি পাঁচ দিন এবং দুর্গাপূজার ছুটি দুই দিন করা হয়েছে।

২০২৫ সালের ছুটির তালিকা

২০২৫ সালের ছুটির মধ্যে রয়েছে, বাংলাদেশের সরকার অনুমোদিত সাধারণ ছুটি (১২ দিন), নির্বাহী আদেশে সরকারি ছুটি (১৪ দিন), মুসলিমদের জন্য ঐচ্ছিক ছুটি (৫ দিন), হিন্দুদের ঐচ্ছিক ছুটি (৯ দিন), খ্রিস্টানদের জন্য ঐচ্ছিক ছুটি (৮ দিন), বৌদ্ধদের ঐচ্ছিক ছুটি (৭ দিন) এবং পার্বত্য চট্টগ্রাম ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য (২ দিন)।

Bangladeshi cuisine recipes

২০২৫ সালের সাধারণ ছুটির তালিকা

জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ২০২৫ সালে মোট ১২ দিন সাধারণ ছুটি থাকবে। নিচের টেবিলে ২০২৫ সালের সাধারণ ছুটির তালিকা দেখে নিন-

তারিখছুটির পর্বের নাম
২১ ফেব্রুয়ারিশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২৬ মার্চস্বাধীনতা ও জাতীয় দিবস।
২৮ মার্চজুমাতুল বিদা।
৩১ মার্চঈদ-উল-ফিতর। *
১ মেমে দিবস।
১১ মেবুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)। *
৭ জুনঈদ-উল-আযহা। *
১৬ অগাস্টজন্মাষ্টমী।
৫ সেপ্টেম্বরঈদ-ই মিলাদুন্নবী (সাঃ)। *
২ অক্টোবরদুর্গাপূজা (বিজয়া দশমী)।
১৬ ডিসেম্বরবিজয় দিবস।
২৫ ডিসেম্বরযিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

* তারকা চিহ্নিত তারিখগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল।

২০২৫ সালের নির্বাহী আদেশে সরকারি ছুটি

বাংলা নববর্ষ সহ গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ২০২৫ সালে মোট ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ছুটির তারিখ ও পর্বগুলো হলো-

  • ১৫ ফেব্রুয়ারি শব-ই-বরাত। *
  • ২৮ মার্চ শব-ই-ক্বদর। *
  • ২৯ মার্চ, ৩০ মার্চ ও ১ এপ্রিল, ২ এপ্রিল ঈদ-উল-ফিতর (ঈদের আগের দুই এবং ঈদের পরের দুই দিন)। *
  • ১৪ এপ্রিল বাংলা নববর্ষ।
  • ৫ জুন, ৬ জুন ও ৮ জুন, ৯ জুন, ১০ জুন ঈদ-উল-আযহা (ঈদের আগের দুই এবং ঈদের পরের তিন দিন)। *
  • ৬ জুলাই আশুরা। *
  • ১ অক্টোবর দুর্গাপূজা (নবমী)।

* তারকা চিহ্নিত তারিখগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল।

২০২৫ সালের ঐচ্ছিক ছুটি

প্রজাতন্ত্রের একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যাবে। প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যাবে।

যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয় অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি ষোষণা করবে।

ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব):

  • ১৮ জানুয়ারি ২০২৫: শব-ই-মিরাজ। *
  • ৩ এপ্রিল ২০২৫: ঈদ-উল-ফিতরের তৃতীয় দিন। *
  • ১১ জুন ২০২৫: ঈদ-উল-আযহার চতুর্থ দিন। *
  • ২০ অগাস্ট ২০২৫: আখেরি চাহার সোম্বা। *
  • ৪ অক্টোবর ২০২৫: ফাতেহা-ই-ইয়াজদাহম। *

* তারকা চিহ্নিত তারিখগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল।

ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব):

  • ৩ ফেব্রুয়ারি ২০২৫: সরস্বতী পূজা।
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৫: শিবরাত্রী ব্রত।
  • ১৪ মার্চ ২০২৫: দোলযাত্রা।
  • ২৭ মার্চ ২০২৫: হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব।
  • ২১ সেপ্টেম্বর ২০২৫: মহালয়া।
  • ২৯ ও ৩০ সেপ্টেম্বর ২০২৫:  দুর্গাপূজা (অষ্টমী ও নবমী)।
  • ৬ অক্টোবর ২০২৫: লক্ষ্মীপূজা।
  • ২০ অক্টোবর ২০২৫: শ্যামা পূজা।

ঐচ্ছিক ছুটি (খ্রিস্টান পর্ব):

  • ১ জানুয়ারি ২০২৫: ইংরেজি নববর্ষ।
  • ৫ মার্চ ২০২৫: ভস্ম বুধবার।
  • ১৭ এপ্রিল ২০২৫: পুণ্য বৃহস্পতিবার।
  • ১৮ এপ্রিল ২০২৫: পুণ্য শুক্রবার।
  • ১৯ এপ্রিল ২০২৫: পুণ্য শনিবার।
  • ২০ এপ্রিল ২০২৫: ইস্টার সানডে।
  • ২৪ ও ২৬ ডিসেম্বর ২০২৫: যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগের ও পরের দিন) হচ্ছে খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটি।

ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব):

  • ১১ ফেব্রুয়ারি ২০২৫: মাঘী পূর্ণিমা। *
  • ১৩ এপ্রিল ২০২৫: চৈত্র সংক্রান্তি।
  • ১০ ও ১২ মে: বুদ্ধ পূর্ণিমা (বুদ্ধ পূর্ণিমার আগের ও পরের দিন)।
  • ৯ জুলাই ২০২৫: আষাঢ়ি পূর্ণিমা। *
  • ৬ সেপ্টেম্বর ২০২৫: মধু পূর্ণিমা। *
  • ৫ অক্টোবর ২০২৫: প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)। *

* তারকা চিহ্নিত তারিখগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল।

ঐচ্ছিক ছুটি (পার্বত্য চট্টগ্রাম ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য):

পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।

২০২৫ সালের ক্যালেন্ডার (বর্ষপঞ্জি)

ইংরেজি ২০২৫ সালের  ক্যালেন্ডার (2025  Calendar)। সরকারি ছুটির তালিকা সহ বর্ষপঞ্জি ২০২৫ খ্রিষ্টাব্দ। বাংলা ক্যালেন্ডার ১৪৩১-১৪৩২ বঙ্গাব্দ। হিজরি ক্যালেন্ডার ১৪৪৬-৪৭ হিজরি। দেখুন বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত ২০২৫ সালের ছুটির তালিকা সহ ২০২৫ সালের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার।

Bangladeshi cuisine recipes

জানুয়ারি ২০২৫ (January 2025)

শুক্রশনিরবিসোমমঙ্গলবুধবৃহঃ
     
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১      

ফেব্রুয়ারি ২০২৫ (February 2025)

শুক্রশনিরবিসোমমঙ্গলবুধবৃহঃ
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮      

মার্চ ২০২৫ (March 2025)

শুক্রশনিরবিসোমমঙ্গলবুধবৃহঃ
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১   

এপ্রিল ২০২৫ (April 2025)

শুক্রশনিরবিসোমমঙ্গলবুধবৃহঃ
    
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০ 

মে ২০২৫ (May 2025)

শুক্রশনিরবিসোমমঙ্গলবুধবৃহঃ
      
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১     

জুন ২০২৫ (June 2025)

শুক্রশনিরবিসোমমঙ্গলবুধবৃহঃ
  
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০   

জুলাই ২০২৫ (July 2025)

শুক্রশনিরবিসোমমঙ্গলবুধবৃহঃ
    
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

আগস্ট ২০২৫ (August 2025)

শুক্রশনিরবিসোমমঙ্গলবুধবৃহঃ
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১    

সেপ্টেম্বর ২০২৫ (September 2025)

শুক্রশনিরবিসোমমঙ্গলবুধবৃহঃ
   
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

অক্টোবর ২০২৫ (October 2025)

শুক্রশনিরবিসোমমঙ্গলবুধবৃহঃ
     
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১      

নভেম্বর ২০২৫ (November 2025)

শুক্রশনিরবিসোমমঙ্গলবুধবৃহঃ
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০    

ডিসেম্বর ২০২৫ (December 2025)

শুক্রশনিরবিসোমমঙ্গলবুধবৃহঃ
   
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১ 

* লাল চিহ্নিত তারিখগুলো সাপ্তাহিক ও সরকারি ছুটি

নতুন বছরে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন উদ্যম নিয়ে জীবনের প্রতিটি মুহূর্তে এগিয়ে যান। ২০২৫ সাল হোক আপনার জীবনের জন্য একটি সাফল্য, সুখ, এবং শান্তির বছর। পরিবার, বন্ধু, এবং প্রিয়জনদের সাথে সময় কাটান, সুস্থ থাকুন এবং প্রতিদিনের ছোট ছোট আনন্দ উপভোগ করুন। নতুন বছর আপনাকে ও আপনার প্রিয়জনদের জীবনে সমৃদ্ধি ও আনন্দ নিয়ে আসুক।


শুভ নববর্ষ ২০২৫ - PolloB Roy Team


Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*